Loading the player...


INFO:
দেহরক্ষী ও পুলিশকে সঙ্গে নিয়ে ভাঙড়ের তৃণমূল নেতার এক মহিলাকে গুলি করে খুনের হুমকি দেওয়ার ঘটনার ভিডিও ভাইরাল। অভিযুক্ত শাহজাহান মোল্লা ভাঙড় ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি ও ভাঙড় ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের চন্দনেশ্বর এলাকায়। অভিযোগকারিণীর দাবি, গত একবছর ধরে তাঁর পৈত্রিক জমি দখলের চেষ্টা করছেন তৃণমূল নেতা। বাধা দেওয়ায় ১৭ মে ২০২১-এ দেহরক্ষী ও পুলিশকে সঙ্গে নিয়ে ওই তৃণমূল নেতা তাঁকে গুলি করে খুনের হুমকি দেন। এই মাসে ৮ তারিখ ফের ওই মহিলা ও তাঁর মাকে মারধর এবং পরে গায়ে কীটনাশক স্প্রে করে দেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগকারিণীর দাবি থানায় অভিযোগ জানালেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। ভাইরাল ভিডিও ক্লিপের সত্যতা অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা।
Bhangar: Allegation of inaction against police in the incident of beating and threatening to kill the teacher।Bangla News | Bhangar: শিক্ষিকাকে মারধর ও খুনের হুমকি ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ।Bangla News